Product Overview
এটি শায়খুল হাদীস জাকারিয়া রহ. এর অন্যতম খলিফা, দাুরুল উলুম বেরি ইউ কের প্রতিষ্ঠাতা মুহতামিম, শাখুল হাদীস ইউসুফ মুতালা রহ. এর লিখিত "বুযুরগৌ কে ওয়িসাল কে আহওয়াল" কিতাবের একটি অনুবাদ গ্রন্থ।
হযরত রহ. লিখিত অনেকগুলো কিতাবের মধ্যে এটি একটি অনবদ্য গ্রন্থ। হযরতের যে কোনো লিখনি পড়লেই অন্তরে রাসুলের সা.. মহব্বত, ভালোবাসা, পরকাল চিন্তা, আখেরাতের ভয় জেগে উঠে।
মৃত্যুকে পৃথিবীর প্রায় সকল মানুষই ভয় পায়। কিন্তু পৃথিবীতে এমন মানুষও ছিলেন এবং এখনো আছেন যারা মৃত্যুকে জয় করে নিয়েছিলেন । যারা মৃত্যুকে তো ভয় পেতেন ই না বরং মৃত্যুটা তাঁদের নিকট এক আনন্দময় বিষয়। মৃত্যুর জন্য তাঁরা অধির আগ্রহে অপেক্ষা করতেন।
এই তালিকায় সর্বাগ্রে যিনি ছিলেন তিনি হলেন আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা.।
কেন তাঁদের এই আগ্রহ? কারণ দুনিয়াতে থেকেই তাঁরা পরকালের জন্য এমন কাজ করে গেছেন যার কারণে উনাদের পরকাল আলোকময় হয়ে গেছে। তাঁরা তাঁদের অন্তরচক্ষু দ্বারা পরকালের সেই আলোকময় জিবন দেখতে পান। তখন তাঁদের কাছে দুনিয়ার জিবন হয়ে যায় ফ্যাকাশে ।
উল্লেখিত বুযর্গগণ ছাড়াও অসংখ্য আল্লাহ প্রেমিকদের মৃত্যুকালিন অবস্থা অত্যান্ত হৃদয়গ্রাহি আঙ্গিকে এই কিতাবে উপস্থাপন করা হয়েছে । পাঠককে কিতাবটি নিশ্চিত ভাবেই এমন মৃত্যুর প্রতি আগ্রহি করে তুলবে।
Alhamdulillah this is a first of many translations into Bangla of our dearest, most beloved, Hazrat Shaykh-ul-Hadith Hazrat Maulana Yusuf Motala (Rahmatullahi Alaihi) books.
The translation is of Hazrat’s (Rahmatullahi Alaihi) book: ‘Buzurgon Key Wisal Key Ahwal’ or ‘Final moments of the Pious’..
This book contains moving accounts of the final moments of pious personalities throughout history, from the Messenger of Allah (may Allah bless him and grant him peace), the companions of Rasulallah (Sallalahu Alayhi wa Sallam) (may Allah be pleased with them), saintly elders to latter day pious personalities.
Those from the Bengali community will be able to benefit immensely inshaAllah.